বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু (Barkat Ullah Bulu) বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।’ তার ভাষ্যমতে, ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার নিজ বাসভবন থেকে খালেদা জিয়াকে তার দুই সন্তান আরাফাত রহমান কোকো ও তারেক রহমানসহ হানাদার বাহিনী গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং সেখানে তিনি বন্দি ছিলেন।
সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বরকত উল্লাহ বুলু বলেন, ‘নির্বাচনে পিআর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার কৌশল। কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই। যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।’
তিনি আরও দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হতে যাচ্ছে। তার ভাষায়, *‘এতদিন আমরা দৃশ্যমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। বিএনপি একদিকে দাঁড়িয়ে আছে, আর বাংলাদেশের সব ষড়যন্ত্রকারী, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তি এবং বিদেশি প্রভুদের দালাল এজেন্টরা একদিকে।’