পিআর ইস্যুতে রিজভীর সমালোচনা, নির্বাচন দিয়েই জনগণের হাতে ক্ষমতা ফেরানোর আহ্বান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) বলেছেন, ‘পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে, অথচ সাধারণ মানুষের কোনো আগ্রহই নেই।’ বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক ও অটোরিকশার চাবি বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আসন্ন রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর নির্দেশনায় জামালপুর জেলার ’২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান করছে ‘আমরা বিএনপি পরিবার’।

রিজভী আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনে বিএনপির সাড়ে ৪০০-এর বেশি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, কিন্তু কিছু রাজনৈতিক দল মনে করে আন্দোলনের কৃতিত্ব কেবল তাদেরই। তার ভাষ্য অনুযায়ী, ‘‘হাসিনা নির্বাচন দিতে চাননি, আপনারাও চান না—এটি শেখ হাসিনারই সুর। শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না, এতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না; বরং উগ্রপন্থা আবার ফিরে আসতে পারে।’’

তিনি আরও বলেন, বিদেশে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রিজভী বলেন, ‘‘দেশে বেকার মানুষের সংখ্যা বাড়ছে, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের পরিসরও ক্রমেই বিস্তৃত হচ্ছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, যদি এ সংখ্যা আরও বাড়তে থাকে তবে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেবে।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *