ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে কিংবা ভোট গণনার সময় সেনাবাহিনী মোতায়েন করা একটি সন্দেহজনক উদ্যোগ। তার মতে, প্রার্থীদের মতামত ছাড়াই নেওয়া এমন সিদ্ধান্ত কেবল অগণতান্ত্রিকই নয়, বরং নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন তোলে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। উমামা অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব হলে ডাকসুতে অংশ নেওয়া রাজনৈতিক সংগঠনগুলো ফলাফল পাল্টে দেওয়ার সুযোগ পাবে।
প্রচারণার সুযোগ সীমিত থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যদি দৃশ্যমান প্রচারণা না চালানো যায়, তাহলে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর কাছে প্রার্থীদের পরিচিতি সম্ভব নয়।” তিনি আরও উল্লেখ করেন, ভোটগ্রহণের দিন পরীক্ষার সময়সূচি থাকায় শিক্ষার্থীরা প্রচারণায় অংশ নিতে পারছেন না। তাই প্রশাসনের উচিত এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, আবার নির্বাচনের প্রক্রিয়াটিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নারী প্রার্থীদের প্রতি আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উমামা ফাতেমা। তার অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় নারী প্রার্থীরা বুলিংয়ের শিকার হচ্ছেন, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।