বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Porwar) জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে নির্বাচন কমিশনের সদ্যঘোষিত উদ্যোগকে ‘গতানুগতিক ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, “জাতির প্রত্যাশা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য। অথচ এখনো পর্যন্ত এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেটি নির্ধারিত হয়নি।” তিনি অভিযোগ করেন, নির্বাচন পরিচালনায় মূল কাঠামো অর্থাৎ ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনি ভিত্তি ও তার বাস্তবায়ন প্রক্রিয়া এখনও চূড়ান্ত নয়।
তিনি আরও বলেন, “এই বাস্তবতায় নির্বাচন কমিশনের প্রকাশিত রোডম্যাপ অপরিপক্ব ও খণ্ডিত। এতে দেশের জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটেনি বরং এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।”
জামায়াতের এই শীর্ষ নেতা মনে করেন, “জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হওয়া উচিত ছিল ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনি ভিত্তি নিশ্চিত করা এবং তার বাস্তবায়নের রূপরেখা স্পষ্টভাবে উপস্থাপন। এরপর নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশ করলেই তা যথাযথ হতো।”
নির্বাচন পদ্ধতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে এ ধরনের বক্তব্যের মাধ্যমে জামায়াত নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তাদের সংশয় এবং সমালোচনামূলক অবস্থান পুনর্ব্যক্ত করলো।