জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ, গুরুতর আহত নুর

রাজধানীতে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয়েছেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি জানানোর সময় প্রত্যক্ষদর্শীরা বলেন, জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় সেনাবাহিনী। এরপর আইনশৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের নেতাদের স্থান ত্যাগের জন্য ১০ মিনিট সময় দেয়। কিন্তু তারা ঘটনাস্থল না ছাড়ায় শুরু হয় ব্যাপক লাঠিচার্জ। এ সময় নুরসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত রক্তাক্ত অবস্থায় নুরকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে প্রথম দফায় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। জাপা নেতাকর্মীদের অভিযোগ ছিল, গণ অধিকার পরিষদের মিছিল তাদের ওপর হামলা চালিয়েছে। অপরদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই আগে ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

রাতের এই সংঘর্ষ সম্পর্কে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক (Golam Faruk) জানান, সন্ধ্যায় জাপা ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *