সংঘর্ষের পর পুলিশি প্রোটোকলে কার্যালয় ছাড়লেন জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (GM Quader) শুক্রবার রাতে পুলিশের প্রোটোকলের মধ্য দিয়ে দলীয় কার্যালয় ত্যাগ করেছেন। গণ অধিকার পরিষদের সঙ্গে টানা উত্তেজনা ও সংঘর্ষের পর রাত ১০টার দিকে তিনি একটি কালো গাড়িতে কার্যালয় ছেড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় গণ অধিকার পরিষদের কিছু সমর্থক তার গাড়ি অবরোধ করার চেষ্টা করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাদের সরে যেতে বাধ্য করে।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মারাত্মক আহত হন সংগঠনের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)। রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। সেখানে জাপা ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

অবস্থা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রথমে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় বেঁধে দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা না সরায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে সভাপতি নুরুল হক নুরসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *