জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম (Sarjis Alam) অভিযোগ করেছেন, আওয়ামী লীগের বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান-বি’ আসলে জাতীয় পার্টিকে ভর করে ক্ষমতার পাল্টা সমীকরণ সাজানো। তিনি বলেন, জাতীয় পার্টিকে কেন্দ্র করেই আওয়ামী লীগ ফেরার সুযোগ খুঁজছে, আর এজন্যই তাদের প্রতি বিশেষ সহনশীলতা কিংবা ছাড় দেওয়া সম্ভব নয়।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় পার্টির ব্যাপারে কোনো ধরনের নরম মনোভাব রাখা চলবে না—উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলেমিশে এ বিষয়ে একাকার হয়ে গেছে।
তার ভাষ্য মতে, সাম্প্রতিক সময়ে নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তার মূল কারণও এ রাজনৈতিক বার্তা। সারজিস বলেন, “এ হামলার মাধ্যমে আসলে সব দলের কাছে শক্ত বার্তা দেওয়া হয়েছে—জাতীয় পার্টির প্রশ্নে কেউ যেন আপস না করে।” তিনি এ ঘটনাকে “ঘৃণ্যতম হামলা” হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।
সারজিস আরও যুক্ত করেন, আওয়ামী লীগ যেমন অপরাধে জড়িত, তেমনি তার সহযোগী, ‘বি-টিম’ এবং ক্ষমতার বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে দায়ী। তার দাবি, শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে। তার মতে, “আওয়ামী লীগ আর জাতীয় পার্টি একই পথের পথিক—তাদের গন্তব্যও এক, পরিণতিও এক হবে।”