নুরুল হক নুরের উপর হামলার নিন্দা জানালেন তারেক রহমান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)-এর উপর হামলা ও রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বিএনপি নুরুল হক নুরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময় অতিক্রম করছে এবং এর প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। তারেক রহমান বলেন, “আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আজকের ঘটনার মতো অস্থিতিশীল পরিস্থিতি যেন ছড়িয়ে না পড়ে এবং গণতন্ত্রের পথ রুদ্ধ না করে।”

পোস্টে তিনি গণতন্ত্রপন্থী অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ও তার মিত্রদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। তিনি মনে করিয়ে দেন, গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা অবশ্যই জয়ী হতে হবে এবং দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে এসে জনতার শাসনের পথে ফিরতে হবে।

তারেক রহমান আরও লিখেছেন, “যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, তবে জনতার সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসনকে সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে। কেবলমাত্র গণতান্ত্রিক পথেই জনগণকে ক্ষমতায়ন করে ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। তখনই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।”

শেষে তিনি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *