রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (Jatiya Party)–র কার্যালয়ের সামনে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় রক্তাক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর (Nurul Haque Nur)। গুরুতর অবস্থায় তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নূরের মাথায় গুরুতর আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের উদ্ধৃত করে তার সহযোগীরা জানিয়েছেন, তিনি আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
নূরের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করা হয়েছে, জাতীয় পার্টিকে নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ ও সেনাবাহিনীই নূরকে রক্তাক্ত করেছে। ওই পেজ থেকে প্রচারিত একাধিক লাইভ ভিডিওতে দেখা যায়, নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে গেছে। নাক ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যেতে চেষ্টা করেন।
একটি সূত্র জানিয়েছে, প্রথম দফার পর দ্বিতীয় দফায় জাপা নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দিলেও তারা না যাওয়ায় সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়। এতে নুরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
দলীয় নেতারা জানিয়েছেন, নূরের শারীরিক অবস্থার খোঁজখবর রাখতে তারা সার্বক্ষণিকভাবে হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।