রাজশাহীতে এনসিপির বিক্ষোভে উত্তাল নগরী, জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঢাকায় গণঅধিকার পরিষদ (Gana Odhikar Parishad) সভাপতি নুরুল হক নূর (Nurul Haque Nur) ও তার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (National Citizen Party-NCP)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে জেলা ও মহানগর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পার্টি (Jatiya Party) রাজশাহী কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “জাতীয় পার্টির স্বৈরাচার, প্রশাসন পাহারাদার,” “আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে,” “সেম সেম, ক্যান্টনমেন্ট,” “আমার ভাইকে মারলো কেন,” “ক্যান্টনমেন্ট এর জবাব চাই”— এমন নানা বক্তব্যে উত্তাল হয়ে ওঠে রাজশাহীর প্রধান সড়ক।

তবে পরিস্থিতি এখানেই থেমে থাকেনি। বিক্ষোভ শেষে এনসিপি নেতাকর্মীরা গণকপাড়া এলাকার জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ের দরজা, চেয়ার-টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেন। অগ্নিসংযোগের দৃশ্যে পুরো এলাকা উত্তেজনায় ভরে ওঠে।

পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে “ফ্যাসিবাদের দোসর” জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মদদপুষ্ট শক্তি, সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলে ভিপি নূরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে। তারা বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই প্রশাসনের জন্য কাম্য নয়।

বক্তারা সেনাবাহিনীর তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

রাজশাহীর এই বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির ১নং যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *