জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবির সঙ্গে জামায়াতে ইসলামীর একমত হওয়ার কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর শারীরিক খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অবস্থান তুলে ধরেন।
তাহের বলেন, “নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি নিছক কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হামলা। তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।”
তিনি আরও অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ অতীতের সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। তাহেরের ভাষায়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
জামায়াতের এই শীর্ষস্থানীয় নেতা এসময় স্পষ্টভাবে জানান, জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ অধিকার পরিষদের অবস্থানের সঙ্গে তারাও সম্পূর্ণ একমত।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের হাতে নুরুল হক নুর মারধরের শিকার হন এবং পরে তাকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।