বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানকে স্বর্গ ও নরকের মাঝামাঝি বলে বর্ণনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি (Golam Maula Rony)। শনিবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি দলটির দুরবস্থা ও দুর্বলতা নিয়ে মন্তব্য করেন।
রনি বলেন, “কিয়ামতের দিন সবচেয়ে বিপদে পড়বেন তারা, যারা বেহেশত ও দোজখের মাঝামাঝি অবস্থানে থাকবেন। যারা দোজখে যাবেন তারা অবশ্যই কান্নাকাটি করবেন, আর যারা বেহেশতে যাবেন তারা খুশি থাকবেন। কিন্তু বিএনপি এখন এমন এক অবস্থায় আছে, যেখানে তারা না পুরোপুরি সফল, না পুরোপুরি ব্যর্থ—বরং বেহেশত আর দোজখের মাঝামাঝি। এই কারণেই ১/১১–এর আতঙ্ক সব সময় বিএনপিকে তাড়া করছে।”
আওয়ামী লীগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তাদের ৩৫ শতাংশ সমর্থন রয়েছে। গত ১৫ বছর তারা একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা হারানোর পর ৩০ মিনিটও দাঁড়াতে পারেনি। সবাই পালিয়ে গেছে। এখন যেসব নেতা বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন, তাদের দিয়ে পার্টি অফিসে বসে দায়িত্ব নিতে বললে কেউই রাজি হবেন না।”
রনি আরও মন্তব্য করেন, “রাজনীতিতে ভয় আর সাহস ভাইরাসের মতো কাজ করে। যখন ক্ষমতায় থাকে, তখন অনেকেই হুমড়ি খেয়ে পড়েন, সাহস দেখান। কিন্তু ক্ষমতা হারালে পুলিশের একটি বাঁশির শব্দেই তারা ছুটে পালান।”