বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামীকাল রোববার তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)।

শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রবিবার বেলা ৩টায় বিএনপি (BNP), বিকেল সাড়ে ৪টায় জামায়াত (Jamaat) এবং সন্ধ্যা ৬টায় এনসিপি (NCP)-র নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হবে।

শফিকুল আরও জানান, শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় বৈঠকগুলো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কয়েকজন উপদেষ্টা ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যে কোনো ষড়যন্ত্র, বাধা কিংবা প্রচেষ্টা সরকার ও গণতন্ত্রপ্রেমী জনগণ কঠোরভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছাই জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা থামাতে দেওয়া হবে না।

নির্বাচনের পরিবেশ আছে কিনা—এমন প্রশ্নে শফিকুল বলেন, “পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হবে, গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়নি। আমরা পুলিশকে নিয়মিত তথ্য দিতে বলেছি। আমাদের বিশ্বাস, নির্বাচনের জন্য যথেষ্ট পরিবেশ বিদ্যমান এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে।”

এদিকে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, “ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন এবং নুরের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা প্রকাশ করেছেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *