পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত নুরুল হক নুর আইসিইউতে, ৩৬ ঘণ্টা ‘সঙ্কটজনক পর্যবেক্ষণ’

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর মাত্রাতিরিক্ত লাঠি চার্জে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad)-এর সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর (Nurul Haque Nur)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (Dhaka Medical College Hospital) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে চিকিৎসকরা জানান, নুরের অবস্থা আপাতত স্থিতিশীল হলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের পর্যবেক্ষণে, আগামী ৩৬ ঘণ্টা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে তার মস্তিষ্ক, স্নায়ু ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হবে।

চিকিৎসা সূত্র জানায়, সংঘর্ষে নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ভেঙে গেছে নাক ও চোয়ালের হাড়, এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ হয়েছে। চোখ-মুখে ফোলাভাব রয়েছে, চোখের ভেতর জমেছে রক্ত। তবুও, চিকিৎসকদের মতে তিনি সচেতন রয়েছেন এবং নড়াচড়া করতে পারছেন। এই অবস্থায় তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নুরের চিকিৎসার জন্য গঠিত হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড, যেখানে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত রয়েছেন। তারা সম্মিলিতভাবে তার অবস্থা বিশ্লেষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

এদিকে, আহত অবস্থায়ও নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নুরুল হক নুর। তিনি লিখেছেন, “সবার দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে আবারও রাজপথে ফিরতে চাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *