জাতীয় নির্বাচন বানচাল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: অভিযোগ মির্জা ফখরুলের

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ষড়যন্ত্র ও বিভেদের শঙ্কার কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) অভিযোগ করেছেন, একটি উগ্রবাদী গোষ্ঠী আগামী জাতীয় নির্বাচন বানচালের গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি বলেন, “আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশে একটি উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন ধরনের বিভেদমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভক্ত করছে এবং ভবিষ্যতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ (Mymensingh) নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি, ত্রিপুরাসহ মোট ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধি এসেছিলেন দেশের ১২টি জেলা থেকে।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ একসাথে যুদ্ধ করেছিল। আজও আমাদের সেই ঐক্য ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সব জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে—যেখানে কারও অধিকার খর্ব হবে না।”

তিনি আরও বলেন, “আজ একটি অভ্যুত্থান ঘটেছে—এটি আমাদের কাছে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিক অধিকারই হবে মূল ভিত্তি। সেখানে সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘুর বিভাজন থাকবে না। সবাই সমানভাবে বাংলাদেশি, সবার অধিকারও সমান।”

প্রথমবারের মতো অনুষ্ঠিত এই জাতীয় প্রতিনিধি সমাবেশ হলেও জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের পথচলা শুরু হয় ২০০৭ সালে। পরবর্তীতে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর বিএনপি এই দলটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও অনুমোদন দেয়।

সমাবেশে বিকেল ৩টা ৩০ মিনিটে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের উদ্দেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও নাগরিক অধিকারের আন্দোলনে অংশ নিতে হবে এবং তা আরও জোরদার করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *