পল্টন থানার ওসি’র গাড়িচালক কনস্টেবল মিজানুর রহমানই সেই মেরুন টি-শার্ট পরা যুবক

রাজধানীর কাকরাইলে গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ (Gana Adhikar Parishad) নেতাদের ওপর নির্বিচারে লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া মেরুন রঙের টি-শার্ট পরা যুবকের পরিচয় অবশেষে প্রকাশ্যে এসেছে। তিনি আর কেউ নন, পল্টন থানা (Paltan Thana) পুলিশের কনস্টেবল মিজানুর রহমান, যিনি থানার ওসি নাসিরুল আমীনের সরকারি গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকালে পল্টন থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, বিপি নম্বর– ৯৭১৭১৯৭২৪৩ বহনকারী কনস্টেবল মিজানুর রহমানই সেই ব্যক্তি যাকে ভিডিওতে লাঠি হাতে হামলা চালাতে দেখা গেছে।

পল্টন থানার একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে, মিজানুর রহমান সরাসরি নুরুল হক নুর (Nurul Haque Nur)-কে আঘাত করেননি। বরং তিনি গণঅধিকার পরিষদের অন্য এক কর্মীর ওপর হামলা চালিয়েছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশি লাঠিচার্জ শুরু হয়। এ সময় মারাত্মকভাবে আহত হন সংগঠনের সভাপতি নুরুল হক নুর।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শার্ট পরিহিত এক যুবক লাঠি হাতে নেতাকর্মীদের ওপর আক্রমণ করছেন। ভিডিওতে দৃশ্যমান ওই হামলাকারীকে কেন্দ্র করেই সৃষ্টি হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan) দাবি করেছেন, ভিডিওতে যাকে মারধর করা হয়েছে, তিনি নুরুল হক নুর নন, বরং ছাত্রনেতা সম্রাট। ফলে ঘটনাটি ঘিরে বিভ্রান্তিও তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *