রুমিন ফারহানার এলাকায় উপহার পাঠানোকে ইতিবাচক বার্তা বললেন হাসনাত আব্দুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক উঠান বৈঠকে যোগ দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। সেখানে উপস্থিত হয়ে তিনি জানান, তাদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা (Rumin Farhana)। ঘটনাটিকে রাজনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে মূল্যায়ন করেছেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। যদিও তাদের মধ্যে আগে কিছু মনোমালিন্য ছিল, তবুও বিজয়নগরে তারা আসছেন শুনে রুমিন ফারহানা তার লোকজন পাঠিয়ে খোঁজ নিয়েছেন কোনো সমস্যায় আছেন কিনা। পাশাপাশি উপহারও পাঠিয়েছেন। হাসনাত বলেন, “এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা। আমরা এটিকে সাধুবাদ জানাই এবং সাদরে গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, কেউ যদি আক্রোশপূর্ণভাবে কথা বলে তবে তারা গণতান্ত্রিক উপায়ে জবাব দেবেন। কোনো বিভাজন সৃষ্টিকারী পরিস্থিতি তৈরি করতে চান না তারা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur) এর ওপর হামলার নিন্দা জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভিপি নূর ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে, তা আমাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা তারেক রহমানকে দেখেছি, মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। তাকে যেভাবে নৃশংসভাবে আক্রমণ করে মাজা ভেঙে দেওয়া হয়েছে—একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি নিয়ম পরিবর্তন না করতে পারি। তাই আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।”

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের ভাই, এই বিপ্লবের অংশ। পুলিশ সংস্কার কমিশনের জন্য ঐক্যবদ্ধ হোন। অন্যথায় যে সরকার আসবে, তারা আপনাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে। পুলিশের সংস্কার না হওয়া দুঃখজনক, অবশ্যই সংস্কার করতে হবে।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির বিজয়নগর উপজেলা সমন্বয়ক প্রকৌশলী আমিনুল হক চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, মো. আতাউল্লাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, কেন্দ্রীয় সংগঠক জুলাই যোদ্ধা মো. রাকিব, জেলা নাগরিক পার্টির আহ্বায়ক আজিজুর রহমান লিটনসহ স্থানীয় পর্যায়ের নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *