প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) এক আবেগঘন মন্তব্য করেছেন, যেখানে তিনি তরুণ রাজনীতিক ওসমান শরীফ হাদী (Osman Sharif Hadi)-কে দেখতে শহীদ নূর হোসেন (Nur Hossain)-এর পুনর্জন্মের মতো বলে অভিহিত করেন। তার ভাষ্যমতে, দুজনের মধ্যে সাদৃশ্য এতটাই বিস্ময়কর যে একে উপেক্ষা করা যায় না।
তবে তিনি একইসঙ্গে একটি বিশেষ পার্থক্যের কথাও উল্লেখ করেছেন—হাদীর কণ্ঠস্বর। প্রেস সচিব বলেন, “আমরা জানি হাদীর বক্তব্যের ধরণ—তিনি একের পর এক যুক্তি অনায়াসে ভেঙে দেন।”
শনিবার (৩০ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য প্রকাশ করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।