সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (Lutfuzzaman Babar) বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত এবং একটি সঠিক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা যদি নির্বাচনে না আসেন কিছু যাবে আসবে না, নির্বাচন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে নির্বাচন হবেই। আপনারা যদি না আসেন, আপনারা না হারালেও, হারানোর পর্যায়ে চলে যাবেন।”
শনিবার (৩০ আগস্ট) বিকেলে নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আজ যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলো, রোডম্যাপ প্রকাশ হলো, সরকার প্রস্তুতি নিচ্ছে, তখনই কিছু মানুষ নানা অজুহাত বানিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। তারা চায় নির্বাচন পেছানো হোক কিংবা না-ই হোক। কিন্তু বাংলাদেশের জনগণ এসব মানবে না।” বাবর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিদিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, এটিকে গুরুত্ব সহকারে দেখতে হবে।
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাবর বলেন, “আমাকে অনেকে বলে আমি নির্যাতিত। হ্যাঁ, আমি নির্যাতিত। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) ও তাঁর পরিবার আমাদের সবার চেয়ে বেশি নির্যাতিত। তিনি মিথ্যা মামলায় আট বছর কারাগারে কাটিয়েছেন। তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো নির্যাতন ও নিপীড়নের কারণে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রায় ১৮ বছর ধরে নির্বাসনে আছেন। তাঁকে নিজ বাসা থেকেও উচ্ছেদ করা হয়েছে। এর চেয়ে বেশি নির্যাতিত আর কে আছেন দেশে?” তিনি সবাইকে নেত্রীর সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করার আহ্বান জানান।
জেলা সম্মেলন প্রসঙ্গে বাবর বলেন, “আপনারা এমন কাউকে নেতৃত্বে নির্বাচিত করুন যিনি ত্যাগী, পরিশ্রমী, দলের নিবেদিত প্রাণ এবং ভবিষ্যতে দলের জন্য কাজ করে যেতে পারবেন। পরীক্ষিত মানুষকেই আপনারা বেছে নেবেন বলে আমার বিশ্বাস।”
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল (Habib-un-Nabi Khan Sohel)। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, আরিফা জেসমিন নাহিন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, সহধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও অধ্যক্ষ রাবেয়া আলী প্রমুখ।