চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসজুড়ে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে, যখন দর্শন বিভাগের একজন ছাত্রী নিজ বাসায় ফেরার সময় মূল গেট বন্ধ পান। অভিযোগ উঠেছে, গেটে দায়িত্বে থাকা দারোয়ান ছাত্রীর অনুরোধ সত্ত্বেও দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং একপর্যায়ে কথা কাটাকাটির জেরে ওই নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় একজন ছাত্র এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর মুহূর্তেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ ঘটনাস্থলে জড়ো হয়।
প্রতিবাদে উপস্থিত শিক্ষার্থীদের লক্ষ্য করে হঠাৎ করে এলাকার কিছু ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় জুলাই মাসে গুম হওয়া চবি ছাত্রনেতা আল মাশনুন (Al Mashnun)-সহ একাধিক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলাকারীরা শুধুমাত্র ঘটনাস্থলে নয়, বরং পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসেও ঢুকে হামলা চালিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে, ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই শিক্ষার্থীরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার ফল।” তারা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।