৫ আগষ্ট পর্যন্ত ছাত্রলীগের কমিটিতে : ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু (DUCSU)—নির্বাচনে ইসলামী ছাত্রশিবির (Islami Chhatra Shibir) মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার, ৩১ আগস্ট সকালে হাইকোর্টের বিচারপতি এস কে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটটি উত্থাপন করা হয়। রিটের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিটটি দায়ের করেন বামজোট সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম।

হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করে জানান, রিট আবেদনে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, এস এম ফরহাদ ৫ আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কমিটিতে সক্রিয় সদস্য ছিলেন। সেই প্রেক্ষাপটে প্রশ্ন তোলা হয়েছে, কীভাবে তিনি পরে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে স্থান পেলেন এবং কীভাবে তিনি দুই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিত্ব করছেন।

প্রার্থিতা বৈধ না অবৈধ—এই প্রশ্নে এখন নজর হাইকোর্টের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *