চিকিৎসকদের নিয়ে ডা. তাহেরের মন্তব্যে ড্যাবের ক্ষোভ, বক্তব্য প্রত্যাহারের দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (Syed Abdullah Md. Taher) চিকিৎসকদের নিয়ে দেওয়া মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) (Doctors Association of Bangladesh – DAB)। সংগঠনটি একইসঙ্গে ওই মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) এক বক্তব্যে ডা. তাহের অভিযোগ করেন, দেশের চিকিৎসকরা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেন। তার দাবি অনুযায়ী, এর ফলে চিকিৎসা ব্যয় প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এই বক্তব্যকে চিকিৎসকদের মর্যাদাহানিকর বলে আখ্যায়িত করেছেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। তারা এক যৌথ বিবৃতিতে বলেন, এ ধরনের ঢালাও মন্তব্য জনগণের আস্থার ভাঙন ঘটাতে পারে, যা মানুষকে দেশের পরিবর্তে বিদেশে চিকিৎসার প্রতি বেশি নির্ভরশীল করে তুলবে।

ড্যাবের নেতৃবৃন্দ মনে করিয়ে দেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জুলাই বিপ্লবসহ প্রতিটি দুর্যোগে দেশের চিকিৎসকরাই সর্বাগ্রে জনগণের পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, বাংলাদেশের চিকিৎসকরা আশপাশের দেশের তুলনায় এখনও সীমিত বেতনে কঠোর পরিশ্রম করে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।

চিকিৎসকদের সম্মান ও দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, চিকিৎসা পেশাকে কলঙ্কিত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ড্যাব কঠোর অবস্থানে থাকবে।

ভবিষ্যতেও সাধারণ চিকিৎসকদের সঙ্গে নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসকদের মর্যাদা অটুট রাখতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *