জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চলবেই: ডা. জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান (Dr. Zahed Ur Rahman) বলেছেন, যত দিন পর্যন্ত জাতীয় পার্টি (Jatiya Party) আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা না হবে, তত দিন তার রাজনৈতিক কর্মকাণ্ড চলতেই থাকবে। এমনকি কাগজে-কলমে নিষিদ্ধ ঘোষণা হলেও কোনো দল বা সংগঠনের অফিসে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (৩১ আগস্ট) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘জাহেদস টেইক’-এ প্রকাশিত এক ভিডিও বক্তব্যে ডা. জাহেদ এই সমালোচনা করেন।

তিনি প্রশ্ন তুলেন, শেখ হাসিনার পতন ও দেশত্যাগের এক বছরেরও বেশি সময় পর হঠাৎ কেন জাতীয় পার্টিকে ‘সহযোগী দল’ হিসেবে অভিযুক্ত করে নিষিদ্ধ করার দাবি জোরালো করা হচ্ছে? এমনকি অ্যাটর্নি জেনারেল (Attorney General) পর্যন্ত একই ধরনের আলোচনা করছেন বলে মন্তব্য করেন তিনি।

ডা. জাহেদ বলেন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, তখন একই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪-দলের বাকি অংশীদারদের নিষিদ্ধ করার প্রক্রিয়া চালানো হয়নি কেন, সেটাও ভাবনার বিষয়। তার মতে, জাতীয় পার্টিকে ঘিরে এই নিষিদ্ধকরণ দাবি দেশব্যাপী এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, যা ভবিষ্যতে নানা দিক থেকে জটিল রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, গত শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ভয়ংকর ঘটনা ঘটেছে। এটিকে তিনি ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করে জোরালোভাবে এর প্রতিবাদ জানান। এর আগে নুরুল হক নুর আহত হওয়া, বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল এবং একাধিক জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। অথচ এসব ঘটনার ঝুঁকি আগে থেকেই জানা থাকলেও নিরাপত্তা বাড়ানো হয়নি বলেই তার অভিযোগ।

ডা. জাহেদ স্পষ্টভাবে বলেন, পরশুর ঘটনার পরই জাতীয় পার্টির অফিসে নিরাপত্তা বহুগুণ বাড়ানো উচিত ছিল। কিন্তু তার বিপরীতে আবারও হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, যা তিনি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে বলে মনে করেন।

তার ভাষায়, “আপনারা আমাকে সমালোচনা করতে পারেন, এমনকি গালিও দিতে পারেন। কিন্তু আমি আবারও বলি, ঢাকায় হোক বা ঢাকার বাইরে, জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ—এটি একটি গর্হিত কাজ এবং এর কোনো ন্যায্যতা নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *