ড. মুহাম্মদ ইউনূসকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংশক’ আখ্যা দিলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইউনূসকে দেখে তিনি ‘মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের’ ঘৃণা করা শিখেছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে দেওয়া ওই ফেসবুক পোস্টে ডা. মিতু লিখেছেন, “বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংশক ড. ইউনূস। মাথা নত করারও একটা লেভেল থাকে। তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায়।”

তিনি আরও অভিযোগ করেন, গ্রামীণ ইউনিভার্সিটি থেকে শুরু করে হাসপাতাল নির্মাণ, কর মওকুফ এবং বছরের পর বছর ধরে এনজিও সংশ্লিষ্ট বন্ধুদের ক্ষমতায়ন—এসব উদ্যোগের মাধ্যমে ড. ইউনূস আসলে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থাই পাকাপোক্ত করছেন।

নিজের ক্ষোভ প্রকাশ করে ডা. মিতু লিখেছেন, *“উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *