জাপা নিষিদ্ধ আর জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি জানালো জামায়াত, তবে আলোচনায় নেই পিআর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি সরাসরি জনগণের মতামতের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সহযোগী ছিলো জাতীয় পার্টি (জাপা), তাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তাদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেয়া সম্ভব।

রোববার বিকেলে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তাহের বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, বর্তমান পরিস্থিতি এবং নির্বাচনে সম্ভাব্য করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়েও খোলামেলা মতবিনিময় হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, “স্বৈরাচার ও ফ্যাসিবাদের শুধু পতন হয়নি, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষ আশায় ছিলো একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের। কিন্তু বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে ১৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছিলো। যদিও কিছু রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিয়েছে, কিন্তু তা কোনো সমাধানকে ব্যর্থ করে না। তবুও ঐকমত্যের এই ১৯টি বিষয়ের বাস্তবায়নে কিছু বাধা সৃষ্টি হচ্ছে। তাহেরের প্রশ্ন—”আগামী সরকার যদি বাস্তবায়ন না-ই করে, তাহলে আমরা কেনো এত আলোচনা করলাম?”

নির্বাচন ঘিরে সম্ভাব্য নীলনকশার বিষয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের এ নেতা বলেন, “জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই। এর ভিত্তিতেই আগামীর নির্বাচন হতে হবে। বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন ছাড়া জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়।”

তিনি আরও উল্লেখ করেন, একটি সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা জনমনে প্রশ্ন তৈরি করেছে। এছাড়া জুলাই ঘোষণাপত্রও সকল দলের উপস্থিতিতে হয়নি, ফলে সেটি অসম্পূর্ণ থেকে গেছে। তাহেরের মতে, দুটি বড় ইস্যু—জুলাই ঘোষণাপত্র এবং সেদিন সরকারের দেয়া ভাষণ—মিলিয়ে একটি চাপ সৃষ্টি করছে বলেই জনগণ অনুভব করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *