নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তা করলেই জাতির জন্য ভয়াবহ বিপদ: প্রেস সচিব

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো বিকল্প চিন্তা জাতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস (Dr. Mohammad Yunus)। আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam)।

প্রেস সচিব জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এই বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার পূর্বঘোষিত সময়সূচির কোনো ব্যত্যয় ঘটবে না।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। কোনো প্রকার বিলম্ব বা বিকল্প চিন্তার সুযোগ নেই। নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবা জাতির জন্য বিপজ্জনক হবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে বলেছেন যে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশেই হবে। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্বাচনই একমাত্র পথ, অন্য কিছু ভাবা মানেই দেশের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলা।

এদিন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে চলমান অস্থিরতা ও গুঞ্জনের প্রেক্ষিতে সরকারের এই স্পষ্ট অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল, তা কিছুটা হলেও প্রশমিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *