“একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে এর কোনো সুযোগ নেই”- বিএনপি মহাসচিব ফখরুল

আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপি (BNP)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। তাঁর দাবি, এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত এবং দেশবাসী এখন আশ্বস্ত।

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি মহাসচিব জানান, একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে এর কোনো সুযোগ নেই। ঘোষিত তারিখেই নির্বাচন হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে বিএনপির বৈঠকের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন, সরকারের লন্ডনে গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা নজিরবিহীন ঘটনা এবং এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

সাংবাদিকরা এ বিষয়ে বিএনপি মহাসচিবের মতামত জানতে চাইলে তিনি বলেন, “এটি একেবারেই অমূলক দাবি। প্রধান উপদেষ্টার পূর্ণ অধিকার আছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *