নিষিদ্ধ ছাত্রলীগ চবি শিক্ষার্থীদের দা দিয়ে কোপাচ্ছে—আবেগভরে বললেন উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান সংঘর্ষের ভয়াবহ পরিস্থিতি নিয়ে কান্নাজড়িত কণ্ঠে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন (Professor Md. Kamal Uddin)। তিনি সাংবাদিকদের সামনে ভেঙে পড়া কণ্ঠে বলেন, “ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের দা দিয়ে কোপাচ্ছে।”

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ইটের আঘাতে আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টায় গিয়ে আবেগাপ্লুত হয়ে এ অভিযোগ করেন উপ-উপাচার্য।

অধ্যাপক কামাল উদ্দিন জানান, তিনি নিজ চোখে দেখেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের তাড়া করছে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। তাদের হাতে রক্ত ঝরছে, আর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। এ সময় তিনি কেঁদে ফেলেন।

উপ-উপাচার্যের অভিযোগ, সকাল থেকে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারী ক্যাডাররা। গ্রামবাসীর সহযোগিতায় এই হামলা হচ্ছে, অথচ কোথাও নেই পুলিশ, সেনাবাহিনী বা বিজিবি। তিনি বলেন, “আমি নিজেও আহত হয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেছি। এরপরও কোনো পুলিশ নেই, সেনাবাহিনী নেই। আমরা কিসের দেশে আছি? সবাইকে দা দিয়ে কোপাচ্ছে, হাসপাতালে জায়গা হচ্ছে না। আমাদের মেরে ফেলছে। আমি গ্রামবাসীর কাছে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”

শিক্ষার্থীরাও অভিযোগ করেন, সংঘর্ষে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, ছাত্রলীগের একটি অংশও অংশ নিয়েছিল। ইটপাটকেল ছোড়ার পাশাপাশি দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এতে বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

দর্শন বিভাগের শিক্ষার্থী সাঈদ সাংবাদিকদের বলেন, “আমাদের বন্ধুদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এভাবে আমরা টিকে থাকতে পারব না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *