“নিষিদ্ধ হবার মতো কোনো কাজ করিনি, আশা করি, সরকার ভ্রান্ত দাবির ভিত্তিতে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না”: জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টি কোনোভাবেই নিষিদ্ধ হওয়ার মতো কাজ করেনি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (Barrister Shamim Haider Patwary)। তিনি বলেছেন, যদি কোনো আঘাত আসে, তাহলে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সবাই প্রস্তুত থাকুন। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশেই চালাবো। তবে আঘাত এলে জবাব দিতে হবে। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টিকে ব্যান করার যে চক্রান্ত চলছে, তা নস্যাৎ হয়ে যাবে।”

তিনি আরও জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে যাচ্ছে। তাঁর ভাষায়, “দেশটা আমাদের সবার। তাই সবাইকে একসঙ্গে মিলে দেশকে রক্ষা করতে হবে।”

মহাসচিব অভিযোগ করেন, কিছু সন্ত্রাসী দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা প্রতিহত হয়।

তিনি জোর দিয়ে বলেন, “আরপিও অনুযায়ী যে কর্মকাণ্ড করলে কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে, জাতীয় পার্টি সে ধরনের কোনো কর্মকাণ্ডে যুক্ত নয়। আমাদের বিরুদ্ধে এমন অভিযোগও নেই। তাই দল নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আশা করি, সরকার ভ্রান্ত দাবির ভিত্তিতে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *