ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল–চামড়া কিছুই থাকবে না, শঙ্কা শিল্পী কুদ্দুস বয়াতির

জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি আশঙ্কা প্রকাশ করেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেছেন, চলমান সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশের অবস্থা ভয়াবহ হয়ে উঠবে।

রবিবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুদ্দুস বয়াতি লেখেন, “মারামারি, কাটাকাটি দেখে মনে হচ্ছে, ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল–চামড়া কিছুই থাকবে না।”

কুদ্দুস বয়াতির এই মন্তব্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাংবাদিক ও বিশ্লেষক আমীন আল রশীদ তাঁর পোস্ট শেয়ার করে লিখেছেন, “কুদ্দুস বয়াতি যতটুকু রাজনীতি বোঝেন বা সচেতন, আমাদের তথাকথিত রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সেটা বোঝেন না। বরং বোতল থেকে বের হয়ে দৈত্যরা বলছে, এইবার মজা দেখো!”

১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ও প্রচারণাভিত্তিক গান ‘এই দিন দিন না, আরো দিন আছে’ গেয়ে দেশজুড়ে পরিচিতি পান কুদ্দুস বয়াতি। এরপর পালাগান থেকে শুরু করে অসংখ্য লোকগান পরিবেশন করে জয় করেছেন শ্রোতাদের মন। বর্তমানে তিনি মঞ্চে নিয়মিত না হলেও ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট তৈরি করে আলোচনায় থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *