‘এস এম ফরহাদ স্টিল ছাত্রলীগে বিলং করেন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক রিট আবেদন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ (SM Forhad)-এর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেছেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম (BM Fahmida Alam)।

ফাহমিদা আলম বলেন, “যার বিরুদ্ধে আমি রিট করেছি তিনি ছাত্রশিবির প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। এটি আমি ব্যক্তিগত উদ্যোগে করলেও, আমার পুরো প্যানেলের সমর্থন আমার সঙ্গে আছে।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঐতিহাসিক ভূমিকা ডাকসুর গঠনতন্ত্র, লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তার ভাষায়, “এই সংগঠন আগে ইসলামী ছাত্রসংঘ নামে পরিচালিত হতো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। পরবর্তীতে বাংলাদেশে নতুন নামে কার্যক্রম চালু করে। অথচ ১৯৭২ সালের সংবিধানেই বলা আছে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারবে না।”

এছাড়া ফাহমিদা অভিযোগ করেন, এস এম ফরহাদ এর আগেও ছাত্রলীগ (Chhatra League)-এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানান, ফরহাদ সমাজকল্যাণ ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কমিটিতে ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ পদে ছিলেন। কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার ভাষায়, “তিনি এখনো স্টিল এই সংগঠনের সঙ্গে বিলং করেন। একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তার নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়।”

নিজের অবস্থান স্পষ্ট করে ফাহমিদা আলম বলেন, “আমি যেহেতু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী, মুক্তিযুদ্ধবিরোধীদের বিরুদ্ধে দাঁড়ানো আমার দায়িত্ব। তাই এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে রিট করেছি। বিষয়টি নিয়ে আমার আইনজীবী বিস্তারিত ব্যাখ্যা করবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *