চীন সফর শেষে দেশে ফিরেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)-এর খোঁজখবর নিতে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র নেতারা।
রবিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে তারা হাসপাতালে পৌঁছে নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় উপস্থিত নেতারা তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।
এ সময় নাহিদ ইসলাম বলেন, “নুরুল হক নুরের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সেনাবাহিনী ও পুলিশের যে সদস্যরা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।”
সফরসঙ্গী সারজিস আলম ছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির এবং সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।