জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস (Professor Yunus) রোববার তাঁর সরকারি বাসভবন যমুনায় তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল জুলাই সনদের সংস্কার প্রস্তাব ও আসন্ন জাতীয় নির্বাচন।
বৈঠকে বিএনপি স্পষ্ট করে জানায়, তারা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন চায়। দলের অবস্থান, সংবিধান-সংক্রান্ত যেকোনো প্রস্তাব সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন হওয়া উচিত। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের যদি বৈধ কিংবা সাংবিধানিক কোনো উপায় থাকে, তাহলে সেটি তারা মেনে নিতে প্রস্তুত।
বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হতে পারে এমন অযৌক্তিক দাবি বা চাপের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে অনুরোধ করেছে বিএনপি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্যে যেন বিভ্রান্তি বা ধোঁয়াশা সৃষ্টি না হয়, সে বিষয়েও সজাগ থাকার আহ্বান জানায় দলটি।
ভোটের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়ে আসা কিছু দলের দাবি প্রসঙ্গে বিএনপির নেতারা আবারও বলেন, বাস্তবায়নের বৈধ বা সাংবিধানিক কোনো উপায় থাকলে তারা তাতে একমত হবেন।
এদিকে, দলগুলোর সঙ্গে বৈঠকের বিরতিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ (Professor Ali Riaz) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার (Monir Haidar) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেস সচিব জানিয়েছেন, জুলাই সনদ চূড়ান্তকরণে কী কী অগ্রগতি হয়েছে সে বিষয়ে তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। একইসঙ্গে রাজনৈতিক দলগুলো সনদ নিয়ে কী ধরনের মতামত দিয়েছে, তা নিয়েও সেখানে বিস্তারিত আলোচনা হয়।