নতুন সংবিধানের পথে হাঁটছি, লড়াই দীর্ঘ: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (NCP) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের, নারীদের এবং সর্বস্তরের মানুষের বাংলাদেশ। তিনি জোর দিয়ে বলেন, “যে সংবিধান আমাদের সবার অধিকার সংরক্ষণ করবে, আমরা সেই সংবিধানের পথেই এগোব। তবে এ পথ সহজ নয়, আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হবে এবং আমরা তার জন্য প্রস্তুত।”

সোমবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকটির আয়োজন করা হয়েছিল ‘গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের জাতীয় দাবিতে।’

ডা. তাসনিম জারা অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশে সীমাহীন খুন, গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “গত ১৫ বছরের প্রতিটি নির্বাচনই ছিল অবৈধ। এরপর তরুণদের নেতৃত্বে জনগণ রক্ত দিয়ে হাসিনাকে হটিয়ে ইন্টেরিম সরকারকে ক্ষমতায় এনেছে। কিন্তু আজ সেই বিপ্লবী তরুণদের নিয়েই নানা কটু কথা শোনা যাচ্ছে— বলা হচ্ছে তারা বয়সে ছোট, তারা কীভাবে দেশ চালাবে। অথচ এই তরুণদের দেশপ্রেম, সাহস এবং প্রশ্ন করার ক্ষমতাই সবচেয়ে বেশি। তাদের রক্ত শুধু রাজপথে ঝরবে, অথচ সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত গুরুত্ব পাবে না— তা আর চলবে না।”

তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। অথচ আজ সেই বিপ্লবী নারীরাই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। যেসব নারী রাজনীতি করতে চান, তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানান ডা. তাসনিম জারা।

বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট জেলা এনসিপি সদস্য ও স্থানীয় বাসিন্দা সামসুজ্জামান হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, সিলেট মহানগর শাখার প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল চৌধুরী, জেলা সদস্য সুহেল আহমেদ মুসা, আয়েশা সিদ্দিকা প্রিয়া ও মো. গিয়াস উদ্দিন। উঠান বৈঠকে নারী ও যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *