ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বি এম ফাহমিদা আলম (BM Fahmida Alam)–কে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ এবং গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় জানায়, এ ঘটনায় গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটি পুরো বিষয়টি তদন্ত করে। তাদের সুপারিশের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আলী হুসেনের বিরুদ্ধে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হুমকি ও অপমানজনক আচরণ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং নারী শিক্ষার্থীদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নারী শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার বার্তা বহন করছে বলে মত প্রকাশ করেছেন অনেকে।