ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি কমিয়ে একদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঘোষিত তিন দিনের ছুটি কমিয়ে একদিন করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বরই ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন (Dr. Jasim Uddin)। তিনি জানান, প্রার্থীদের আপত্তির ভিত্তিতেই ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে প্রার্থীদের আপত্তির মুখে প্রথমে ৭ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়। তবে একাধিক প্রার্থীর দাবি ছিল, দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেলে ভোটের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাদের এই আশঙ্কা বিবেচনা করেই শেষ পর্যন্ত আরও দুই দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত আসে।

প্রধান নির্বাচন কমিশনার ড. জসিম উদ্দিন বলেন, প্রার্থীদের অনুরোধে বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হয়েছে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের শাটলগুলো চালু থাকবে বলেও জানান তিনি। তার আশা, কোনো বড় ধরনের সমস্যা হবে না।

এর আগে, ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্রদল ও বাম সংগঠনগুলো আন্দোলনে নামে এবং দীর্ঘ ছুটি বাতিলের দাবি জানায়। তাদের চাপের মুখেই শেষ পর্যন্ত একাধিক ধাপে সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *