জাতীয় পার্টির সঙ্গে হাত মেলালে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে—এমন আলোচনা ইতোমধ্যেই চলছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা (Rumeen Farhana) আরও একধাপ এগিয়ে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন যদি ঘটে, তা কি জামায়াতের হাত ধরেও হতে পারে না?
গতকাল এক বেসরকারি টেলিভিশনের টক শোতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় উঠে আসে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনার প্রসঙ্গ। এর জবাবে রুমিন ফারহানা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন—“গ্যারান্টি দেবেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না?”
তিনি যুক্তি দিয়ে বলেন, রাজনৈতিক টানাপোড়েনের কারণে স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী প্রাণ, সম্পদ, সংসার বাঁচাতে জামায়াতে যোগ দিয়েছেন। রুমিন মনে করিয়ে দেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক যাত্রার শুরুতে আওয়ামী লীগকে ‘মাফ’ করে দেওয়ার ঘোষণা দিয়েই আত্মপ্রকাশ করেছিল। তাহলে কেন শুধুই জাতীয় পার্টির নাম উচ্চারিত হচ্ছে, সেটাই প্রশ্ন তুলেছেন তিনি।
জামায়াতের ভেতরে রূপান্তরের দিকটিও তুলে ধরেন এই বিএনপি নেত্রী। তার ভাষায়, “জামায়াতের নেতাকর্মীরা এখন একেবারে নতুন রূপ নিয়েছে—যেন ডিম ফুটে নতুন বাচ্চা বের হওয়ার মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেছে হাঁসের বাচ্চা। যারা একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল, তারা আজ শিবিরের প্রার্থী।”
তিনি সতর্ক করে বলেন, “রাজনীতির এই গুপ্ত খেলা বোঝা কঠিন। কে কাকে ভর করে আবার মঞ্চে ফিরবে—এর কোনো নিশ্চয়তা কারও হাতে নেই। যারা এসব চাল চালছে, তারাই জানে কোন পথে কার পুনর্বাসন হতে পারে।”
বার্তা বাজার/এস এইচ