গৌরবের ডাকসুতে আলবদরের উত্তরসূরিদের ভোট দিতে নিষেধ করলেন ছাত্রদল নেত্রী মানসুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুরা আলম (Mansura Alam)। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই বার্তা দেন।

মানসুরা আলম লিখেছেন, “ডাকসুতে যাকে মন চায় ভোট দিন, তবে স্বাধীনতাবিরোধী, ধর্ষক আলবদর, ছাত্রসংঘের উত্তরসূরিরা যাতে সেই ভোট না পায়, সে ব্যাপারে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের অনুরোধ করছি। ধর্ষকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।”

তিনি আরও এক পোস্টে উল্লেখ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসন্তানদের হত্যা করেছিল আলবদর। সময়ের পরিক্রমায় আবারও তারা ফিরে এসেছে। গৌরবের ডাকসুতে অংশ নিচ্ছে কুখ্যাত আলবদরের উত্তরসূরিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কি আবারও ফিরিয়ে আনবে আলবদরদের? যাদের চেতনা নারী নির্যাতন, গণধর্ষণের হুমকি? যাদের ভাবনা মুক্তবুদ্ধির বিকাশকে রুদ্ধ করে প্রপাগান্ডার মাধ্যমে মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা?”

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, “তাদের নিয়ে ভাবার আগে শহীদ বুদ্ধিজীবীদের কথা ভাবুন। লাখো শহীদ আর নির্যাতিত মা-বোনদের কথা ভাবুন। আপনার ভোট কোথায় যাচ্ছে, সেটি ভেবে সিদ্ধান্ত নিন। সমাজ গড়ার কারিগর যে বিশ্ববিদ্যালয়, সেখানে যেন ইতিহাসের ঘৃণিত অপশক্তির স্থান না হয়।”

তার এই পোস্টের সঙ্গে ১৯৭১ সালে একাত্তরে শহীদ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ছবিও সংযুক্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *