পিআর পদ্ধতির দাবি আ.লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে: আব্দুর রব ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী (Maulana Abdur Rab Yousufi) বলেছেন, জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতি, সংস্কার বা গণভোটের দাবি আসলে সাধারণ মানুষের চোখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা হিসেবেই প্রতীয়মান হচ্ছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত কার্যালয়ে আয়োজিত যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা-মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর যারা আওয়ামী লীগকে বিনা শর্তে ক্ষমা করেছেন, তারাই আজ পিআর পদ্ধতি, সংস্কার ও গণভোটের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তার মতে, দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচন সরকার ঘোষিত সময়েই অনুষ্ঠিত হওয়া উচিত।

প্রশিক্ষণ কর্মশালায় জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, একটি সংগঠনের ভিতকে দৃঢ় করার অন্যতম প্রধান উপাদান হলো প্রশিক্ষণ। দক্ষ নেতৃত্ব, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক সচেতনতা এবং সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের জন্য সঠিক প্রশিক্ষণ অপরিহার্য। তিনি মনে করেন, একজন কর্মী বা নেতা যখন যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত হয়, তখন তিনি কেবল একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে সীমাবদ্ধ থাকেন না; বরং সমাজ, দেশ ও জাতির উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হন।

কর্মশালায় সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম এবং পরিচালনা করেন দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রিয়াজুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে অংশ নেন মুফতি চৌধুরি নাসির আহমদ, মাওলানা মাঈনুদ্দীন মানিক, মাওলানা বাইজিদ মাহমুদ, মাওলানা নাসির উদ্দিন আকন্দ, মুফতি তৌফিক কাসেমী, মুফতি ইউনুস, মাওলানা জাফর আহমদ ও মাওলানা শাফায়াত হোসাইনসহ একাধিক আলেম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *