রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ ঘিরে চলমান মামলায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আবারও আদালতে বসছে সাক্ষ্যগ্রহণের আসর। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), তার বোন শেখ রেহানা (Sheikh Rehana), বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক (Tulip Siddiq), আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আরও কয়েকজন আসামির বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় এদিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে।
সকালের দিকে আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মামলাটির জব্দতালিকাভুক্ত ৪৪টি নথি নিয়ে বিস্তারিত সাক্ষ্য উপস্থাপন করা হয়। আদালতে জানানো হয়, রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের জন্য আবেদনপত্র জমা দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম ভেঙে প্লট বরাদ্দের নির্দেশ জারি হয়। পাশাপাশি আসামিদের দেওয়া হলফনামাগুলো যে মিথ্যা ছিল, সেটিও নিশ্চিত করেন সাক্ষীরা।
মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণে বাদী পক্ষ আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য টিউলিপ সিদ্দিক সরাসরি শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করেছিলেন। রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হওয়ার সুবাদেই তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ করা হয়।