সংসদ নির্বাচনে নতুন কড়াকড়ি: পোস্টার নিষিদ্ধ, ২০টির বেশি বিলবোর্ড নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় বড় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (Election Commission)। প্রচলিত পোস্টারের ব্যবহার এবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন—এর বেশি নয়। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে যুক্ত করা হয়েছে এ নতুন বিধান।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণীত এই আচরণবিধি গত বুধবার (৩ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। খসড়ায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনের দিন এবং প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াড কপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বিলবোর্ডের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুট নির্ধারণ করা হয়েছে।

নতুন আচরণবিধিতে আরও কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে নারীদের সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালানো নিষিদ্ধকরণ, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার বা মিথ্যা তথ্য ছড়ালে শাস্তির বিধান রাখা হয়েছে।

এছাড়া, আচরণবিধি ভঙ্গের শাস্তিও আগের তুলনায় আরও কঠোর করা হচ্ছে। এর মধ্যে প্রার্থিতা বাতিলের বিধান সংযোজন, জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ এবং পূর্বের ছয় মাসের কারাদণ্ডের বিধান বহাল রাখা হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি কিংবা সদস্য হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে আদালতের মাধ্যমে ফেরারি আসামি ঘোষিত ব্যক্তিরাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির পুরনো অনেক ধারা বহাল থাকলেও, এসব নতুন বিধান যুক্ত করে নির্বাচনী প্রচারণাকে আরও শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *