ভারতের ভাগের ডাক দিয়ে ঝড় তুললেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ ন্যাটো কর্মকর্তা

ভারতকে টুকরো করার আহ্বান জানিয়ে চরম আলোচনার জন্ম দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুনথার ফেলিঙ্গার (Gunther Fehlinger)। ৭৮ বছর আগে ঔপনিবেশিক শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করা ভারতকে তাঁর চোখে এখনও যেন একটি খেলনা, যাকে ইচ্ছে মতো ভেঙে দেওয়া যায়। অথচ আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এবং এক পরাশক্তি হয়ে ওঠার পথে দ্রুত এগোচ্ছে। তবু এমন এক সময়ে এই ন্যাটো কর্মকর্তা ভারতের বিভাজনের ডাক দিলেন।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস

গুনথার ফেলিঙ্গার বর্তমানে ন্যাটো সম্প্রসারণ কমিটির অস্ট্রিয়ান চেয়ারম্যান। যদিও এই কমিটি ন্যাটোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত নয়। তবু তাঁর এক পোস্টে তিনি লেখেন, “ভারত ভাঙার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।”

তাঁর শেয়ার করা মানচিত্রে দেখা গেছে, উত্তর ভারতের বিশাল অংশকে তিনি ‘খালিস্তান’ হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ুকে আলাদা আলাদা পতাকার রঙে দেখানো হয়েছে।

পরে আরেকটি পোস্টে ফেলিঙ্গার উল্লেখ করেন, *“আজ আমি শিখ ন্যারেটিভ (এক্স হ্যান্ডেল) সঙ্গে দু’ঘণ্টা আলোচনা করেছি। কীভাবে খালিস্তান স্বাধীনতা পেতে পারে তা নিয়ে কথা হয়েছে। ভারতকে ‘সাবেক ভারত’ করতে হবে। রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদির কবল থেকে ভারতের জনগণকে মুক্ত করার পথ নিয়েই আলোচনা করেছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *