ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী: মহানবী (সা.) আল্লাহর সর্বশ্রেষ্ঠ উপহার — তারেক রহমান

পবিত্র ঈদে মিলাদুন্নবীকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়াতে আগমন ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের দিন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। আসন্ন ৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি এক বাণীতে এ কথা জানান এবং বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবস মর্যাদাবান, গুরুত্ববহ ও আনন্দময়। এ দিনটি আল্লাহর প্রতি ঈমান ও মানবতার পথপ্রদর্শনকারী মহানবীর আগমনের স্মরণ বহন করে। তিনি আরও উল্লেখ করেন, সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ মহানবী (সা.)-ই মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় উপহার। আল্লাহ তাঁকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা, আর তাঁর আগমনেই মানুষ ইহকাল ও পরকালের মুক্তির সন্ধান পেয়েছে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় উদাহরণ লাভ করে রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো পথ অনুসরণ করে। অন্ধকার যুগে তথা আইয়ামে জাহেলিয়াতের সময় সমাজব্যবস্থায় আইন, বিচার ও প্রশাসনসহ সর্বত্র অনাচার ও ব্যভিচারের অরাজকতা চলছিল। ঠিক এই সময়েই রহমাতুল্লিল আলামীন হিসেবে মহানবী (সা.) আগমন করেছিলেন।

তারেক রহমান বলেন, তিনি সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করেছিলেন। মানব সভ্যতার ইতিহাসে তাঁর আগমন মানবতার আলো ছড়িয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *