চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-এর বন্দর থানার সভাপতি মো. কাইয়ূমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি পুলিশের ওপর হামলার মামলার অন্যতম আসামি হিসেবে তার নাম উঠে আসে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কাইয়ূমকে আদালতে হাজির করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বুধবার রাতে নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকা থেকে কাইয়ূমকে গ্রেপ্তার করা হয়। ৩৫ বছর বয়সী কাইয়ূম ওই এলাকার সীমেন্স হোস্টেল এলাকার বাসিন্দা।
ওসি আফতাব উদ্দিন বলেন, “গত ১১ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় কাইয়ূম সরাসরি জড়িত ছিল। সেই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের বর্তমানে স্থগিত থাকা একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। ওই সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই কাইয়ূমকে গ্রেপ্তার করা হলো।