এবার গন অধিকার পরিষদের নিষিদ্ধের দাবী জাপা মহাসচিবের, হুঙ্কার দিলেন দূর্বার আন্দোলনের

সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদ (Gana Odhikar Parishad)-এর কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়েছেন জাতীয় পার্টি (Jatiya Party)-এর একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী (Shamim Haider Patwary)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের পর রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

এসময় অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে শামীম হায়দার বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তার ভাষায়, “গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে এ দলের নিষেধাজ্ঞা চাই। এ দল রাজনীতি করার অধিকার হারিয়েছে। নির্বাচন কমিশনের উচিত রেজিস্ট্রেশন বাতিল করা।”

সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে জাপার সাবেক এই সাংসদ বলেন, বিগত সময়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং ভুক্তভোগীদের বিরুদ্ধেই তদন্ত ও গ্রেপ্তার চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, “রাষ্ট্র ও সরকারে চিড় ধরেছে, সরকার ব্যর্থ হচ্ছে।” এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম হায়দার আরও বলেন, জাপা অফিসে পূর্বেও দুই দফা হামলা হয়েছিল। তখন যদি হামলাকারীদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতো, তবে এ ঘটনার পুনরাবৃত্তি হতো না। বরং সরকারের উদাসীনতার কারণেই আজ দেশে “মবতন্ত্র” চলছে, মানুষ তাদের জীবন ও সম্পত্তি নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *