জুলাই চেতনায় বিশ্বাসীদের সমন্বয়ে বৃহত্তর রাজনৈতিক জোটের ঘোষণা দিলেন ডা. তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (Syed Abdullah Mohammad Taher) বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে একত্রিত করে একটি বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এ লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ চলছে, যেখানে ইসলামী দলগুলোর পাশাপাশি জুলাই চেতনা ধারণকারী সমমনা রাজনৈতিক দলগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্র নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের বলেন, “ইসলামী রাজনীতির পক্ষে আলেম-ওলামা এবং সংশ্লিষ্ট মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এই প্রক্রিয়া আরও দৃশ্যমান ও সুসংগঠিত হবে।”

তিনি দাবি করেন, দেশের মানুষের মধ্যে দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে, অন্যদিকে একটি দলের জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। ওই দলের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হানিফ পরিবহণ কাউন্টার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তোলেন তিনি। ডা. তাহেরের মতে, “দেশের জনগণ কোনো চাঁদাবাজ ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ করবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত নেতা আবুল কালাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান এবং বাতিসা ইউনিয়ন নির্বাচনের অঞ্চল পরিচালক মজিবুর রহমান ভুঁইয়া।

নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের আরও বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর ভোট চাইছে। যেখানে প্রত্যেকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণ কোনোভাবে চাপিয়ে দেওয়া নির্বাচন মেনে নেবে না। তার ভাষায়, “এবারের নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন।” তিনি প্রতিটি ভোটারের কাছে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে সমর্থন চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমির সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, এম ইউসুফ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন মিন্টু এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহসিন মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার কামাল উদ্দিন ও আবদুল কাইয়ুম মানিক।

প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সমাজসেবক মহসিন মজুমদার, আবদুল হক, মো. লিটন প্রমুখ। এ সময় যুবনেতা নুরুল করিম মামুন, পেয়ার আহমেদ, হোসাইন মোহাম্মদ কাউসার, জাফর আহমেদ, রেজাউল করিম মিন্টু, ইব্রাহিম চৌধুরী অরূপ, ফরহাদ হোসেন, ওহিদুর রহমানসহ লুদিয়ারা, কুলিয়ারা, কালিকসার ও দুর্গাপুর গ্রামের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *