সেপ্টেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন (AZM Zahid Hossain)। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন।

ডা. জাহিদ হোসেন জানান, জাতীয় নির্বাচনের অনেক আগেই দেশে ফিরে এসে সরাসরি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কোনো কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, পতিত স্বৈরশাসক জনগণের অধিকার কেড়ে নিতে আড়ালে নানা পাঁয়তারা করছে। তার ভাষায়, “যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।”

সংবিধানকে কেন্দ্র করে নানা অবৈধ প্রয়াসেরও সমালোচনা করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, *“পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগ দিয়ে নয়, জনগণের আকাঙ্ক্ষা বুঝে এগোতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *