জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন (Rashed Khan)। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দলের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)-কে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ বক্তব্য দেন।
রাশেদ খাঁন বলেন, “কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিল, তার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। অথচ জাতীয় পার্টির মহাসচিব—যিনি আসলে আওয়ামী লীগের দোসর—তিনি একতরফাভাবে দাবি করছেন, এই ঘটনার সঙ্গে গণঅধিকার পরিষদ নাকি জড়িত।”
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (Shamim Haider Patwary) গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলার মতো দুঃসাহস দেখিয়েছেন। এ প্রসঙ্গে তিনি কড়া ভাষায় বলেন, “আমরা দাবি করছি, ২৪ ঘণ্টার মধ্যে তাকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (GM Quader)-কে গ্রেপ্তার করতে হবে।”
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে ৩০ আগস্ট একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সাম্প্রতিক এই দুই ঘটনায় গণঅধিকার পরিষদকে দায়ী করে দলটির নিবন্ধন বাতিলের দাবি তুলেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।