জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (Shamim Haider Patwary) কঠোর ভাষায় সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে। শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আগে ঠিক করুন, শেখ হাসিনাকে আপা ডাকবেন নাকি আম্মা ডাকবেন। যিনি আপা, তিনি তো আম্মা না। আর যিনি আম্মা, তিনি তো আপা না। তারপর রাজনীতি করুন।’
কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে জাপা মহাসচিব দাবি করেন, এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ফলপ্রসূ ব্যবস্থা নিতে হবে, নইলে সারা দেশে আন্দোলন শুরু হবে। তাঁর হুঁশিয়ারি, ‘বিচার দৃশ্যমান না হলে প্রতিটি জাপা নেতা-কর্মী রাস্তায় নামবে। প্রথমে রংপুর বিভাগে হরতাল, পরে তা সারা দেশে ছড়িয়ে পড়বে।’
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, ‘যেই সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার নির্বাচনের জন্য মোটেই প্রস্তুত নয়।’ একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। তাঁর ভাষায়, ‘ইনক্লুসিভ ভোট মানে জাতীয় পার্টি থাকবে। ফেয়ার ভোট মানে জাতীয় পার্টি থাকবে। সামনের সংসদে জাতীয় পার্টি অবশ্যই থাকবে।’
তিনি অভিযোগ করেন, গণ অধিকার পরিষদ এ ঘটনার দায় এড়াতে পারবে না। তাঁর বক্তব্যে উঠে আসে, ‘সন্ত্রাসবিরোধী আইন অনুসারে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।’
এ সময় তিনি সরকারের মব নিয়ন্ত্রণে ব্যর্থতা ও মাজার রক্ষায় অক্ষমতার প্রসঙ্গও টেনে বলেন, ‘যদি সরকার এসব সামাল দিতে না পারে, তবে সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর (Nurul Haque Nur) পূর্বে প্রকাশ্যে বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে নিজের মায়ের ছায়া দেখতে পাই।’ তিনি আরো বলেছিলেন, ‘আড়াই বছর বয়সে আমি মাকে হারাই। ছোটবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছি। আর একজনের মধ্যে আমি মাতৃত্বকে খুঁজে পেয়েছি। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ মূলত নুরের সেই মন্তব্যকে কেন্দ্র করেই শামীম হায়দার পাটোয়ারীর এই কটাক্ষ, যা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক উসকে দিয়েছে।