ডাকসু নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে যে বার্তা দিল সেনাবাহিনী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এই নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না বলে সোমবার (৮ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণভাবে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেনাবাহিনী মনে করছে, এসব অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা এবং তা নির্বাচনী পরিবেশকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করতে পারে।

এছাড়া, সেনাবাহিনী প্রত্যাশা প্রকাশ করেছে যে, দীর্ঘ সময় পর আয়োজিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক চর্চার এই নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানায় সেনাবাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *